1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

‘পাঠান’ দিয়ে ভারতে একসঙ্গে ১৭ নজির

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

ওয়েব ডেস্ক: ভারতসহ পুরো উপমহাদেশে বইছে ‘পাঠান’ ঝড়। স্বাভাবিকভাবেই পাঠান নিয়ে ভক্ত-দর্শকের আগ্রহ তুঙ্গে। কারণ চার বছর পর পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সেই সঙ্গে সুদিনও ফিরেছে বলিউডে। একের পর এক নজির গড়ে চলেছে ‘পাঠান’। দিন যাচ্ছে আর সিনেমাটির ঝুলিতে অর্জনের সংখ্যাও বাড়ছে। এর থেকে বাদ যাননি ছবির তারকারাও।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ‘পাঠান’ সিনেমা দিয়ে একসঙ্গে ১৭ নজির গড়েছেন শাহরুখ-দীপিকারা।

জেনে নিন সেই অজানা তথ্যগুলো-

১. ছুটির দিন ছাড়াই ‘পাঠান’ দেখতে প্রেক্ষাগৃহের সামনে ভিড় উপচে পড়েছিল। মুক্তির ৩ দিনের মধ্যেই বক্স অফিসে ইতিহাস গড়েছে সিদ্ধার্থ আনন্দের ছবিটি।

২. বলিউডে মুক্তি পাওয়া হিন্দি ছবিগুলির মধ্যে এক দিনে সর্বোচ্চ আয় করা ছবির নাম এখন ‘পাঠান’।

৩. ‘পাঠান’ই একমাত্র হিন্দি ছবি যা মুক্তি পাওয়ার প্রথম দিনেই ৫৫ কোটি টাকা তুলে নিয়েছে। তৃতীয় দিনে ‘পাঠান’ ২০০ কোটি টাকা তুলে নিয়েছে। এর আগে বলিউডের আর কোনও ছবি এই নজির গড়তে পারেনি।

৪. ছবিমুক্তির দ্বিতীয় দিনে ১০০ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। ছবিমুক্তির দু’দিনের মাথায় সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি ছিল ‘কেজিএফ’-এর দ্বিতীয় পর্ব। কিন্তু ‘পাঠান’ সেই নজিরও ভেঙে ফেলেছে।

৫. এখনো পর্যন্ত আর কোনও হিন্দি ছবির ক্ষেত্রে এত শো টাইম দেওয়া হয়নি। ‘পাঠান’ প্রথম হিন্দি ছবি যা এত বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে।

৬. ভারতে এই প্রথম কোনও হিন্দি ছবি এতো জায়গায় মুক্তি পেয়েছে। তামিল এবং তেলুগু ভাষাতেও এই ছবি মুক্তি পেয়েছে।

৭. অতিমারির পর ‘পাঠান’ই প্রথম হিন্দি ছবি যা মুক্তির দিনে সর্বোচ্চ আয় করেছে।

৮. ‘পাঠান’ প্রথম হিন্দি ছবি, যা মুক্তির দ্বিতীয় দিনেও সর্বোচ্চ আয় করেছে।

৯. যশরাজ ফিল্মস ভারতের প্রথম ফিল্ম স্টুডিও যা একটি হিন্দি ছবি মুক্তির দিনেই ৫০ কোটি টাকা আয় করেছে।

১০. গত ৪ বছরে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে যে হিন্দি ছবিগুলি মুক্তি পেয়েছে তার পরিসংখ্যান লক্ষ করলে দেখা যায়, ‘পাঠান’ মুক্তির পর প্রায় ৪ গুণ বেশি আয় করেছে প্রযোজক সংস্থাটি।

১১. ‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’ ছবির পর স্পাই ইউনিভার্সের তৃতীয় ছবি ‘পাঠান’ যা ছবি মুক্তির প্রথম দিনেই নজির গড়েছে।

১২. শাহরুখ খানের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে উপার্জনের দিক থেকে সর্বোচ্চ অংক ছুঁয়েছে।

১৩. দীপিকা পাড়ুকোনের অভিনয় জীবনের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ ব্যবসা করেছে।

১৪. ‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। এই ছবিতে অভিনয় করে তিনিও নজির গড়ে ফেলেছেন। এটি জনের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অংক ছুঁয়েছে।

১৫. পরিচালক সিদ্ধার্থ আনন্দের কর্মজীবনেও অবদান রয়েছে ‘পাঠান’ ছবির। সিদ্ধার্থ আনন্দ এত হিন্দি ছবি পরিচালনা করেছেন কিন্তু ‘পাঠান’ তাঁর পরিচালিত প্রথম ছবি যা মুক্তির প্রথম দু’দিনে সর্বোচ্চ আয় করেছে।

১৬. ‘পাঠান’-এর আগে যশরাজের ব্যানারে আর কোনও হিন্দি ছবি মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে এত আয় করেনি।

১৭. যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স তৈরির পরিকল্পনা বহু দিনের। তবে ছবি মুক্তির প্রথম দু’দিনে ‘পাঠান’ যে পরিমাণ সর্বোচ্চ আয় করেছে তাতে অনেক পিছিয়ে পড়ল ‘স্পাই ইউনিভার্সের অন্য দু’টি ছবি ‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..