স্পোর্টস ডেস্ক: গতকাল সোমবার রাতে জানা যায় আসন্ন বিশ্বকাপে ৫ ম্যাচ খেলতে চেয়েছেন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন এই ওপেনার। তবে তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পর সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আলোচনা করেছেন শীর্ষ বোর্ড কর্তাদের সঙ্গে।
সেই আলোচনায় মেলেনি আলোর দেখা। যে কারণে দিন পেরিয়ে সোমবার রাতে আবারো পাপনের বাসভবনে চলছে আলোচনা। জানা গেছে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যে আলোচনা শুরু হয় রাত ১১টা ৫০ মিনিটে। বৈঠক শেষে রাত সাড়ে ১২টায় বের হয়ে যান সাকিব আল হাসান।
মূলত তামিম যে পুরো ফিট নন, এটি বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের বিবেচনায় নিতে বলেছেন তিনি। গেল শনিবার তামিম নিজেও জানিয়েছিলেন তিনি পুরোপুরি ফিট নন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় ভুগেছেন অস্বস্তিতে। যে কারণে বিশ্বকাপে সব ম্যাচে খেলতে অপরাগতা জানিয়েছেন তামিম।
জানা গেছে, তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের নির্বাচকরা। অবশ্য বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব আল হাসান!