1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

পাবনায় সপ্তম শ্রেণির ছাত্রের বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তৈরি

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫৩৪ Time View

শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:

ফুটবল বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ভক্তদের মাঝে উত্তেজনা যেন ততই বাড়ছে। কোন দল চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে চায়ের কাপে প্রতিদিনই উঠছে আলোচনার ঝড়। রোববার (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। ৩২ দল নিয়ে হবে এবারের বিশ্বকাপ।

ঠিক এই সময় বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল ভক্তদের জন্য ট্রফি দেখার অভিনব এক ব্যবস্থা করে দিয়েছেন সাকিবুল ইসলাম সাকিব। বিশ্বকাপ উপলক্ষে নিজ হাতে একটি বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তৈরি করেছেন তিনি।

কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারা পৃথিবী। খেলায় নিজ দেশের অংশগ্রহণ না থাকলেও, ফুটবল প্রিয় বাংলাদেশিরাও সে উত্তেজনায় গা ভাসিয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডসহ নানা দেশের ভক্তরা প্রিয় দল নিয়ে করছেন মাতামাতি।

এবার ফুটবল উৎসবের উন্মাদনায় নিজ হাতে ফিফা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন
সাকিবুল ইসলাম সাকিব নামের আর্জেন্টিনার ভক্ত এক স্কুল ছাত্র।

কাগজ, আঠা, রঙের সংমিশ্রণে প্রায় এক বছরেরও বেশি সময়ের পরিশ্রমে ট্রফিটি তৈরি করেছেন তিনি। হুবুহু ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফির মতো রেপ্লিকাটি দেখতে ছুটে আসছেন আশেপাশের গ্রামের ফুটবল প্রেমিরা।

নিজ হাতে ফিফা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তৈরি করা সাকিবুল ইসলাম সাকিব পাবনার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের তায়নুল ইসলামের ছেলে। সে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সাকিব জানায়, মা সালমা খাতুন শখের বসে কাগজ, কাঠ, কাপড় দিয়ে শৌখিন ফুলদানী ও শিল্পকর্ম তৈরি করেন। তার দেখাদেখি সাকিবের মনেও বিশ্বকাপ ফুটবল ট্রফি তৈরির ইচ্ছা জাগে।য়ইন্টারনেট থেকে ছবি ও নকশা সংগ্রহ করে লেগে পড়েন বিশ্বকাপ ট্রফি তৈরিতে।

সাকিব আরো জানান, ফুটবল বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার সমর্থক। তার প্রিয় দল এবার যেন ট্রফি জিতে নেয় সে আশা তার। গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উজ্জীবিত করতেই দিনরাত পরিশ্রম করে ট্রফির রেপ্লিকা তৈরি করেছেন তিনি।

সুজানগর উপজেলার খয়রান গ্রামের আনসার সদস্য শহিদুল ইসলাম বলেন, সাকিবের তৈরি বিশ্বকাপ ট্রফি নিয়ে আমাদের এলাকায় হৈ চৈ পড়ে গেছে। দূর দূরান্তের মানুষ দেখতে আসছে এ ট্রফি। আমাদের সত্যি খুব আনন্দ হচ্ছে।আমাদের গ্রামে যেনো সত্যিকারের ফুটবল বিশ্বকাপ চলে এসেছে।

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বাঙালি জাতি ফুটবলপ্রেমি। গ্রামাঞ্চলে বিশ্বকাপ ফুটবলের আনন্দ মাস জুড়ে উৎসবে রূপ নেয়। সাকিবের বানানো বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা সে আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। যদিও ট্রফিটি এখনও আমার দেখার সুযোগ হয়নি। তবে সময় করে ট্রফিটি দেখতে যাবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..