শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:
গরমে অতিষ্ঠ মানুষ। দেশের প্রায় সব অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র থেকে মাঝারি ধরনের দাবদাহ। তাপমাত্রা গতকালের তুলনায় এক দুই ডিগ্রি সেলসিয়াস কমা-বাড়ার মধ্যে থাকলেও কমেনি দাবদাহ। এরমধ্যে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এই দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
এরই মধ্যে পাবনায় ৯ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া গত কয়েক দিন তাপমাত্রার চূড়ান্ত অবস্থানে থাকা চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৯৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে টানা এক সপ্তাহের তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধরা অস্বস্তিতে পড়েছেন। তবে খেটে খাওয়া মানুষেরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। বিশেষ করে তীব্র রোদ্রতাপে দিনমজুর, রিকশা চালকরা কাজে বের হতে পারছেন না। ফলে অনেককে অলস সময় পার করতে দেখা গেছে। আবার জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন অনেকেই।
পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, পাবনা জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সূর্যের প্রখরতার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। টানা ভারী বর্ষণ না হওয়া পর্যন্ত গরম প্রশমিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।