সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি:
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৯১তম জন্মদিন আজ। রূপালী পর্দায় উত্তম-সুচিত্রা সেন জুটি আজও তুমুল দর্শক প্রিয়। জন্মসূত্রে তিনি একজন বাংলাদেশি। ১৯৩১ সালের ৬ এপ্রিল তিনি পাবনা শহরের হেমসাগর লেনের বাড়ীতে জন্মগ্রহণ করেন।
তাঁর স্মৃতি বিজরিত পাবনা শহরের হেমসাগর লেনের পৈত্রিক বাড়ীতে স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংস্কৃতিককর্মীরা। রমজান মাসের কারণে স্বল্প আয়োজনে পাবনায় পালন করা হয়েছে কিংবদন্তি এ মহানায়িকার ৯১তম জন্মদিন।
জন্মদিন উপলক্ষ্যে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ স্বল্প পরিসরে স্মরণসভার আয়োজন করে। বুধবার (৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় পৈত্রিক বাড়ীতে সুচিত্রা’র মুর্যালে পুস্পমাল্য অর্পণ করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ। এ পুষ্পমাল্য অর্পণের সময় আরো উপস্থিত ছিলেন পাবনা প্রেস-ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র মধু, সাংবাদিক সৌমিত্র চন্দ্র, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী জগেন্নাথ দত্ত, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান দৈনিক প্রত্যয় পত্রিকাকে বলেন, সুচিত্রা সেন বাংলাদেশ ভারতসহ উপমহাদেশের এক মহানায়িকা। দেশের বিভিন্ন ব্যক্তিবর্গের জন্মদিন সরকারিভাবে পালন করা হয়ে থাকে। সেই জন্য আমরা সকলেই চাই, কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী সরকারিভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করুক সরকার। সরকারিভাবে জন্মবার্ষিকী পালনের উদ্যোগ গুরুত্ব সহকারে দেখবেন বলেও অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, আজকের এই দিনে বাংলার কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম হয়েছিল। যে নায়িকা আজ পর্যন্ত সমান জনপ্রিয়। এই মহানায়িকার পাবনায় জন্মগ্রহণ করায় আমরা পাবনাবাসী নিজেকে ধন্য বলে মনে করছি।