1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

পাবনা-১ আসনে নির্বাচনের হাওয়া

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৫৯ Time View

শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:

এক বছরের কম সময় বাকি থাকতেই (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) নিয়ে গঠিত পাবনা-১ আসনের ভোটারদের মুখে মুখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা। হাটে-মাঠে-গঞ্জে-ঘাটে নির্বাচনী হাওয়া।

সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার আংশিক (বেড়া পৌরসভা, হাটুরিয়া-নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন) নিয়ে গঠিত পাবনা-১ আসন। পাবনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের একজন সদস্য। তিনি এবারও দল থেকে মনোনয়ন পাবেন বলে শোনা যাচ্ছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সংবিধানপ্রণেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ সংস্কারপন্থী হিসেবে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত।গণফোরামে থেকে লড়তে পারেন সাবেক এই এমপিও। এ ছাড়া সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল-মাহমুদ দেলোয়ার, সাবেক রেলসচিব মানবাধিকার কমিশনের সদস্য এম সেলিম রেজা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য অধ্যাপক আবদুল আওয়ালের নাম শোনা যাচ্ছে।

নির্বাচনে গেলে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সাবেক এমপি মেজর (অবসরপ্রাপ্ত) মনজুর কাদের, সাঁথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ওরফে ভিপি শামছুল, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সিআইপি ইউনুস আলী, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন।জামায়াতে ইসলামীর নেতা আব্দুল বাসেত খানও এই আসন থেকে লড়তে পারেন বলে শোনা যাচ্ছে।

এই আসনে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পরপর তিনবার আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকু সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতের মতিউর রহমান নিজামী এমপি হন। ১৯৯৬ সালে এমপি হন আওয়ামী লীগের প্রার্থী আবু সাইয়িদ। ২০০১ সালে আবার এমপি হন মতিউর রহমান নিজামী। তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের টুকুর কাছে হেরে যান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে প্রার্থীদের আনাগোনা শুরু হয়েছে। প্রার্থী ও তাঁদের অনুসারীরা বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। ব্যানার, ফেস্টুন লাগিয়ে দোয়া চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার আংশিক (বেড়া পৌরসভা, হাটুরিয়া-নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন) নিয়ে গঠিত পাবনা-১ আসনটিতে সবচেয়ে বেশি তৎপর বর্তমান এমপি শামসুল হক টুকু। পাবনায় এলেই সভা-সমাবেশে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। দলীয় নেতা-কর্মীদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। শামসুল হক টুকুর হাত ধরে এই আসনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তৃণমূলে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলেও জানা গেছে। তবে পাবনার এই আসনটিতে জাতীয় পার্টির তেমন একটা অবস্থান নেই বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..