পাবনা প্রতিনিধি: পাবনা-৪ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। পাবনার সিনিয়র নির্বাচন অফিসার আবদুল লতিফ শেখ জানান, স্বাস্থ্য সুরক্ষা মেনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
আসনটিতে দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। আর ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি। এসব কেন্দ্রে ২ হাজার ৩০১ জন প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ১২৯টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
নিরাপত্তা নিশিচত করতে নির্বাচনে ৮ প্লাটুন বিজিবি, ৯০০ আনসার ও ৭০০ পুলিশসহ মোট ২ হাজার আইনশৃংখলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। র্যাব ও বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকছেন ভ্রাম্যমাণ আদালত।