নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: পার্বত্য অঞ্চলের উদিয়মান খেলোয়াড়রা শুধু এ জেলা নয় বিশ্বের মাঝে দেশের নাম মর্যাদার সাথে উজ্জ্বল করেছে। এ অঞ্চলে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসে। সরকারও চাই খেলাধুলায় সার্বিক উন্নয়ন ঘটিয়ে খেলোয়াড় তৈরি করতে। তাই তো প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার শহর আমার গ্রাম’কে বাস্তবায়ন করতে দেশের ১৮৬টি উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। যার মধ্যে আজকে রাঙামাটির চারটি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সামনে বাকি আরও বেশ কয়েকটি উপজেলায়ও এ মিনি স্টেডিয়াম করা হবে। যাতে করে প্রান্তিক উপজেলা হতেও যেনো মানসম্মত খেলোয়াড় উঠে আসে।
৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া (গ্রীষ্মকালীন) ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
শুক্রবার বিকালে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসন এবং জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।