চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে তিন পার্বত্য জেলার ৪৩০০টি পাড়ায় তথা গ্রামে একযোগে একলক্ষ চল্লিশ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। ১৯ জুলাই শনিবার সকাল ১১ টা থেকে বেলা ১২ ঘটিবায়্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ৪৩০০টি পাড়া, ৪টি আবাসিক বিদ্যালয় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন স্থাপনায় একযোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জুম কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মেসবাহুল ইসলাম, সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সভাপতিত্ব করেন জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, মাননীয় চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এছাড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান, উন্নয়ন বোর্ডের সদস্য-পরিকল্পনা ও প্রকল্প পরিচালক, এসএসএসসিএইচটি ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসিচব), জনাব মোহাম্মদ হারুন-অর-রশিদ (উপসিচব), সদস্য-বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, জনাব ফাতেমা তুজ জহুরা উপমা, উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গামাটি সদর, জনাব পদ্ম কুমার চাকমা, চেয়ারম্যান, কুতুকছড়ি ইউনিয়ন উপস্থিত ছিলেন।
৩ পার্বত্য জেলার ২৬ উপজেলায় ইন্টারনেট সুবিধা সম্বলিত ১০০টি পাড়ায় বোর্ডের কর্মকর্তাবৃন্দ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তা, মাঠ সংগঠক, পাড়াকর্মী, পিসিএমসি সভাপতিসহ প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তাগণ এ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সবুজ পাড়া সৃজন কর্মসূচি পার্বত্য চট্টগ্রামের পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার ১৯ জুলাই সকাল সাড়ে ১১ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ৪৩০০টি পাড়াকেন্দ্র ও ৪টি আবাসিক বিদ্যালয়ের মাধ্যমে একই সাথে একই সময়ে ১লক্ষ ৪০ হাজার পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন উদ্ভোধন করেন ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জুম কনফারেন্সের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষে জাম, জ্যাম্বুরা/বাতাবি লেবু, বেল, আমলকি, নিম, হরিতকি, বহেরা, তেঁতুল ও অর্জুন চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি শুভ উদ্বোধন করবেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ও ইউনিট অফিস এবং পাড়াকেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান, সদস্যবর্গ, উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । তিন পার্বত্য জেলার ২৬ উপজেলায় ইন্টারনেট সুবিধা সম্বলিত ৭৮টি পাড়াকেন্দ্রে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তা, মাঠ সংগঠক, পাড়াকর্মী, পিসিএমসি সভাপতি, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারসহ প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন বলে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর সার্বিক তত্ত্বাবধানে ৪৩০০টি পাড়াকেন্দ্র, ৪টি আবাসিক বিদ্যালয় ও নির্বাচিত অন্যান্য স্থাপনাসমূহে বৃক্ষের চারা পৌঁছানো, গর্ত তৈরী, জৈব সার প্রয়োগ ও ঘেরাবেড়া তৈরীর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আশাবাদী এই সবুজ পাড়া সৃজন কর্মসূচি পার্বত্য চট্টগ্রামের পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় ও জীব বৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনের পর মাননীয় মন্ত্রী পাড়াকর্মী/উপকারভোগী/জনপ্রতিনিধি/স্থানীয় নেতৃবৃন্দের সাথে অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ৪৩০০ জন পাড়াকর্মী, ৪৩০ জন মাঠসংগঠক, কিশোর কিশোরী দল, পিসিএমসি কমিটির সদস্যগণ ও পাড়াবাসী সরাসরি পাড়া পর্যায়ে বৃক্ষরোপণের এ বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করেছে।