রাঙামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে রাঙামাটির প্রধান কার্যালয়ে তথ্য অনুসন্ধান চালিয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাঙামাটি সমন্বয় অফিস। প্রধান কার্যালয়ের নির্দেশে ৮ ডিসেম্বও মঙ্গলবার দুপুরে এ অনুসন্ধান চালানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এতে জেলার নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগ তদন্তে সরাসরি রাঙামাটি জেলা সমন্বয় অফিসকে নির্দেশ দিয়েছে, দুদক প্রধান কার্যালয়। প্রধান কার্যালয়ের নির্দেশে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে তথ্যানুসন্ধানে নামেন দুদকের রাঙামাটি সমন্বয় কার্যালয়ের তদন্ত কর্মকর্তরা। এর বিশেষ অভিযান পরিচালনা করেছেন, রাঙামাটি সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক জিএম আহসানুল কবির, আবুল বাশার ও একজন কনস্টেবল।
বিগত ১০ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে স্থানীয় জনপ্রতিনিধি সম্পৃক্ত তা অনুসন্ধানের অভিযোগ উঠেছে । টেন্ডার প্রক্রিয়ার সাথে কারা কারা জড়িত ছিল তা অনুন্ধানের দাবী জানিয়ে আসছে ।দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাঙামাটি সমন্বয় কার্য্যালয় আরো বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির অনুসন্ধানের দৃশ্যমান কার্যকর ভুমিকা রাখার সম্ভবনা রয়েছে বলে জানাগেছে ।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী তদন্ত কর্মকর্তা আবুল বাশার জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযোগের সত্যতা যাচাইয়ে তথ্যানুসন্ধান চলছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় আমরা তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্রসহ বিশেষ কিছু তথ্য চেয়েছি। কিন্তু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুদককে জানায়, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক নেই। তিনি রাঙামাটির বাইরে থাকায় কয়েক দিনের মধ্যে নথিপত্রসহ বিস্তারিত তথ্য দেয়া যাবে।
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।