রাঙামাটি প্রতিনিধি : পাহাড়ে অনলাইন সিএইচটি মিডিয়া ২৪.কম ৬ তম বর্ষপুর্তি ৭ম বর্ষে পর্দাপন উদযাপন উলুছড়িতে । সিএইচমিডিয়ার সম্পাদক নির্মল বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ প্রফেসার মাইন উদ্দীন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাজী শাহআলম জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদায়ন বড়–য়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা, আগত মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবিরসহ অন্যন্যা নেতৃবৃদ্ধ ।
রাঙামাটি শহরে উলুছড়ি নির্জন পাহাড়ে বিজয় দিবসের সামনে রেখে সিএইচটি২৪.কম ৬ বছর পেরিয়ে ৭‘তে পর্দাপনে অতিথিরা কেক কেটে উদযাপন শেষে বিভিন্ন খেলাধুলা শেষে পুরুস্কার বিতরণ শেষে অনুষ্ঠান সমাপ্তি করা হয় ।
## চৌধুরী হারুনুর রশীদ।