রাঙামাটি প্রতিনিধি :ভারতের মিজোরাম থেকে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করছে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সশস্ত্র তৎপরতায়লিপ্ত আঞ্চলিকদলগুলো। পার্বত্যঞ্চলে যৌথবাহিনীর নানামুখী তৎপরতায় এবার নতুন ট্রানজিট রুট ব্যবহার করে আসছে পাহাড়ে। অবাধে প্রবেশ করাচ্ছে অত্যাধুনিক মরনাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের তাজা গুলি। ভারত থেকে অস্ত্র-গোলাবারুদ পার্বত্যাঞ্চলে আনতে বান্দরবানের রোয়াংছড়িকে বেছে নিয়েছে সশস্ত্র আঞ্চলিকদলগুলো।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে একটি চালান ইতিমধ্যেই পার্বত্য চট্টগ্রামে নিরাপদে নিয়ে আসতে সক্ষমও হয়েছে পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের একটি আঞ্চলিকদল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রথম চালানটি নিয়ে আসলেও দ্বিতীয় চালানটি ক্রয়কৃত মূল মালিকপক্ষের হাতে পৌছানোর আগেই আটক করতে সক্ষম হয়েছে যৌথবাহিনীর সদস্যগণ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে সাতটায় রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঙ্গালহালিয়া বাজার থেকে সাবেক জনপ্রতিনিধি সুইচাচিং মারমা(৫৩)কে শর্টগানের তিনশত পিচ তাজাগুলিসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃত সন্ত্রাসী গাইন্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার বলে জানাগেছে।
##েচৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি-২০ ফেব্রায়ারী ২০২১