চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি :পোষ্টারে পোষ্টোরে চেয়ে রাঙামাটি পৌরশহর । কাল রবিবার অনুষ্টিত হচ্ছে রাঙামাটি পৌরনির্বাচন। রাঙামাটি পৌরসভায় পাহাড়ে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হচ্ছে । পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩১টি কেন্দ্রে ২০১ ভোট কক্ষ এইবারে পুরুষ ৩৪,২৪২ মহিলা ২৮৬৭১ জন মোট প্রয়োগ করবে ৬২ হাজার ৯শ ১৩ ভোটার । আজ শনিবার সকাল ১১টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে নির্বাচনের কেন্দ্রের সামগ্রী বুঝিয়ে দিয়েছেন। স্ব স্ব কেন্দ্রে বুঝিয়ে নিয়েছে প্রিসাডিং অফিসারগণ। ১২টার পর ১৫ ফেব্রয়ারী ভোর ৬টা পর্যন্ত সকল মোটরবাইকসহ সকল প্রকার যাত্রী পরিবহন বন্ধ ঘোষনা করেছেন।
এইবারে রাঙামাটি মেয়র প্রার্থী ৫জন এরা হলেন বর্তমান মেয়র ও যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী নৌকা প্রতিক , রাঙামাটি সদর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন,জাতীয় পার্টির নেতা প্রজেস চাকমা লাঙ্গল প্রতিক, আওয়ালীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী নির্বাচনে বহিস্কৃত অমর কুমার দে মোবাইল প্রতিক ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবদুল মান্নান রানা কোদাল প্রতিক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে ।
সাধারণ কাউন্সিলার প্রার্থী ৪০ জন সংরক্ষিত আসনে কাউন্সিলার ১৯ জন মেয়র প্রাথী জনসহ মোট ৬৪ জন প্রার্থীর পোস্টারে ভোটের উৎসবে পরিণত হয়েছে। তবে রাঙামাটি পৌর নির্বাচনে ব্যাপক বহিরাগত আগমন করার অভিযোগ উঠেছে ।
জেলা পুলিশ সুত্রে জানিয়েছেন, পৌর নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ করতে প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ৯ জন আনসার সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন । পুলিশ আনসার-এপিবিএন এর পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা। প্রায় ৭শতাধিক পুলিশ থাকলেও এবারে নির্বাচনে সেনাবাহিনী থাকছে না।
রাঙামাটি জেলা নির্বাচন অফিসার মো.শফিকুল ইসলাম প্রেস ক্লাবের সাংবাদিকদের বলেন,পুলিশ,আনসার,বিজিবি ও র্যাব মোতায়ন থাকবে । চতুর্থ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করেনি। এখানে সেনাবাহিনী কেন্দ্রে আপত:থাকছে না। আশাকরি সুষ্ট নির্বাচন হবে।
জেলাপ্রশাসক নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) আরিফুর রহমান জানান, ১২ জন নিবার্হী ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে ১১টি ভ্রাম্যমান মোবাইল টিম থাকবে। পাশাপাশি ১১টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচনে যে সহিংস সংঘাত প্রতিরোধে কাজ করবে।
##
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি-১৩ ফেব্রয়ারী ২০২১ ।