রাঙামাটি প্রতিনিধি : আজ ২য় দিন ২৯ ডিসেম্বর ২০২০খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ৮টায় রাঙ্গামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে বান্দরবানের উদ্দেশ্যে সাইক্লিস্টদের যাত্রার শুভারম্ভ/সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সফিকুল আহম্মদ। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত মনোনীত অংসুইপ্রু চৌধুরী, চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, একেএম মামুনুর রশিদ, জেলা প্রশাসক, রাঙামাটি এবং মীর মোদ্দাছছের হোসেন, নবাগত পুলিশ সুপার, রাঙামাটি পার্বত্য জেলা। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ও সদস্য সচিব আশীষ কুমার বড়ু–য়া (যুগ্মসচিব), ড. প্রকাশ কাান্তি চৌধুরী (উপসচিব), সদস্য পরিকল্পনা, মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য বাস্তবায়নসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সচিব বলেন, বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা এধরনের বৃহত্তর পরিসরে আয়োজন বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে থাকবে। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুন প্রজন্মকে লেখা পড়ার পাশাপাশি উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করা হচ্ছে এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ তথ্যগুলো যখন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হবে তখন বিশ^ ব্যাপী জানবে আমাদের এ অপার সৌন্দর্যের লীলাভূমি তিন পার্বত্য জেলা। এতে পর্যটনের বিকাশে অন্যতম একটি সম্প্রসারনের মাত্রাযুক্ত হবে এবং ইতিবাচক প্রভাব পড়বে।
সচিব আরো বলেন, পাহাড়কে জানতে হবে পর্বতকে জানতে হবে। এ জানার জন্য আমাদেরকে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এবং মানুষের মেলবন্ধন এ এলাকার বেশী পরিচিত লাভ করবে। আমাদের দেশে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় আরো অনেক ধরনের খেলাধুলা হয়। কিন্তু সাইকিøস্টদের বাইক প্রতিযোগিতা খুব কম দেখা যায়। ঢাকাতে কিছু কিছু জায়গায় স্বল্প পরিসরে দেখা গেলেও বৃহত্তর পরিসরে কখনো করা হয়নি। প্রতিযোগিতা সফল বাস্তবায়নের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সরকারি-বেসরকারি বিভাগ/দপ্তর/সংস্থা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ সফিউল আজম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, অংসুইপ্রু চৌধুরী, চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, একেএম মামুনুর রশিদ, জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা এবং মীর মোদ্দাছছের হোসেন, পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা বক্তৃতা করেন।
পরে সচিব ফ্ল্যাগ নেড়ে প্রতিযোগীদের যাত্রার শুভারম্ভ করেন। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাইক্লিস্টরা ২য় দিন রাঙামাটি হতে যাত্রা করে বান্দরবান স্টেডিয়ামে অবস্থান করবেন। কাল ৩০ ডিসেম্বর ২০২০ইং বুধবার সকাল ৮টায় বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ ২০২০ সর্বশেষ গন্তব্যস্থান বান্দরবান স্টেডিয়াম থেকে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের উদ্দেশ্যে সাইক্লিস্টরা যাত্রা শুরু করবেন।
বিকাল ৩ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ সফিকুল আহম্মদ।