নিজস্ব প্রতিবেদকঃ হতে পারে সে অপরাধী! সে অপরাধী হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যাবে। কিন্তু হাফ প্যান্ট আর গেঞ্জি পরা ব্যক্তি পুলিশ সদস্য না হয়েও কি আসামির গায়ে হাত তুলতে পারবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে এমন প্রশ্ন উঠেছে জনমনে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দু’জন পুলিশ সদস্য এবং একজন আনসার সদস্যের সঙ্গে একজন হাফ প্যান্ট ও গেঞ্জি পরা ব্যক্তি এক লোককে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এসময় লোকটিকে হাফ প্যান্ট আর গেঞ্জি পরা ব্যক্তির নির্যাতন করতেও দেখা যায়।
ঘটনাটি বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়া এবং মহাখালী রেলগেট এর মাঝামাঝি পাগলাপুল সংলগ্ন এলাকায় ঘটেছে।
জানা গেছে, হাফ প্যান্ট ও গেঞ্জি পরা ব্যক্তিটি পুলিশের সোর্স পিচ্চি মনির। সে নিজেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশের সঙ্গে সোর্স থাকা নিষেধ। কিন্তু ঐ ভিডিওটিতে পরোক্ষভাবে পুলিশের সঙ্গে সোর্সের ভূমিকা দেখা যায়।