1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

“পৃথিবীর ইতিহাসে ৮ এপ্রিল যেমন ছিল”!

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ২৪৪ Time View

ইমরান ইমন: মানুষ হিসেবে আমাদের সবারই এ পৃথিবীর ইতিহাস জানা প্রয়োজন।এ পৃথিবীর আগের রুপ কেমন ছিলো, আজকের রুপ কেমন সবই জানা প্রয়োজন। আজকের দিনটা চলে যাওয়া মানে সেটা ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আসুন এবার জেনে নিই আজকের এই দিনে পৃথিবীতে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল!

**৭১৪ সালের এই দিনে আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ যিনি সাফহ নামে বিশেষভাবে পরিচিত তিনি আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খেলাফাতের মসনদে বসেন ।

**১০৩০ সালের এই দিনে মহান দিগ্বিজয়ী সুলতান মাহমুদ গজনবীর ইন্তেকাল।

**১৫১৩ সালের এই দিনে জুয়ান দ্য লেওনের ফ্লোরিডা আবিষ্কার।

**১৬০৫ সালের এই দিনে স্পেনের রাজা চতুর্থ ফিলিপের জন্ম।

**১৭৫৭ সালের এই দিনে বাংলার নবাব আলীবর্দী খাঁ মারা যান ।

**১৭৫৯ সালের এই দিনে ব্রিটিশ বাহিনীর ভারতের মাদ্রাজ দখল।

**১৮৫৭ সালের এই দিনে সিপাহী বিদ্রোহের অগ্রণী সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়।

**১৮৬১ সালের এই দিনে নিরাপদ লিফ্‌টের মার্কিন উদ্ভাবক এলিশা গ্রেভ্‌স্ ওটিসের মৃত্যু।

**১৮৬৬ সালের এই দিনে ইতালি ও প্রুশিয়া অস্ট্রিয়ার সাম্রাজ্যের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে।

**১৮৭৮ সালের এই দিনে দৰিণ আফ্রিকার ব্যাটসম্যান সি এম মার্থন জন্মগ্রহণ করেন।

**১৮৯৮ সালের এই দিনে সুদানের আতবারা নদীর কাছে যুদ্ধে বৃটিশ সেনাপতি হোরেশিও কিচেনার বিজয়ী হন।

**১৯০২ সালের এই দিনে কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

**১৯০৮ সালের এই দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিজনেস স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।

**১৯১৩ সালের এই দিনে চীনে প্রথম পার্লামেন্ট চালু।

**১৯৩৪ সালের এই দিনে জাপানি স্থপতি কিশোর কুরোকাওয়ার জন্ম।

**১৯৪৬ সালের এই দিনে লীগ অব নেশন্সের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

**১৯৫০ সালের এই দিনে ভারত ও পাকিস্তান লিয়াকত-নেহরু চুক্তি স্বাক্ষর করে।

**১৯৫৯ সালের এই দিনে পৃথিবী থেকে পাঠানো রাডার সিগনাল সূর্যের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে।

**১৯৬২ সালের এই দিনে পারস্য উপসাগরে বৃটিশ জাহাজ ডারা মেয়াদী বোমা বিস্ফোরণে নিমজ্জিত হলে ২৩৬ জন নিতহ হয়।

**১৯৬২ সালের এই দিনে ভারতীয় ব্যাটসম্যান উমরিগড় ওয়েস্ট ইন্ডিজের বিপৰে ১৭২ রান করেন।

**১৯৬৩ সালের এই দিনে ইংল্যান্ডের সাবেক ক্রিকেট তারকা অ্যালেক স্টুয়ার্ট জন্মগ্রহণ করেন।

**১৯৭০ সালের এই দিনে ইসরাইলের যুদ্ধ বিমান কায়রো থেকে ৮০ কিলোমিটার উত্তরে বাহরুল বাকের স্কুলে হামলা চালালে পাঠরত ৪৬টি শিশু নির্মমভাবে শাহাদাত বরণ করে।

**১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের রাঙ্গামাটিতে ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফ বীর শ্রেষ্ঠ নিহত হন।

**১৯৭১ সালের এই দিনে ভারতের ত্রিপুরায় বাংলাদেশী শরণার্থীদের জন্য ৯ টি শরণার্থী শিবির খোলা হয়।

**১৯৭২ সালের এই দিনে বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনী গঠন করা হয়।

**১৯৭৩ সালের এই দিনে স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর মৃত্যু।

**১৯৭৬ সালের এই দিনে খ্যাতনামা ফুটবলার গোষ্ঠ পালের পরলোকগমন।

**১৯৮০ সালের এই দিনে প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ বাকের সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাথ সরকারের হাতে শহীদ হন।

**১৯৯৩ সালের এই দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্রিফিথ মৃত্যুবরণ করেন।

**১৯৯৪ সালের এই দিনে অর্থ কেলেঙ্কারির অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী হোসেকাওয়ার পদত্যাগ।

**১৯৯৪ সালের এই দিনে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ও জাতীয় সংহতির অতন্দ্র প্রহরী, সু-সাহিত্যিক, রাজনীতিবিদ, শিল্পপতি, সমাজ সেবক, শিল্প-সাহিত্য-সংস্কৃতির এবং মুক্তিযুদ্ধের শক্তিধর সংগঠক জাতীয় ব্যক্তিত্ব এম এম মোহাইমিন ঢাকায় ইন্তেকাল করেন।

**২০০২ সালের এই দিনে ১৯৭২-এর পর পুনরায় ঢাকায় বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত।

ইতিহাস সংগ্রহে: ইমরান ইমন
শিক্ষার্থী: ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..