প্রত্যয় ইউরোপ ডেস্ক: কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন পোলান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজেজ দুদা। শনিবার তার সহযোগী ব্লাজেজ স্পাইচলস্কি এ কথা জানান। প্রেসিডেন্ট কার্যালয়ের সেক্রেটারি অব স্টেট ব্লাজেজ টুইটারে বলেন, প্রেসিডেন্ট দুদার (৪৮) করোনা পজিটিভ। তবে তিনি ভালো আছেন।
পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ওয়ালডেমার ক্রাসকা বলেন, প্রেসিডেন্ট বয়সে তরুণ। আমার বিশ্বাস তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন। দুদার সংস্পর্শে যারা এসেছেন, তাদের কোয়ারেন্টিনে যাওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে পোল্যান্ডে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ ঘটেছে। ফলে দেশটিতে শনিবার ‘রেড জোন’ লকডাউন চালু করা হয়েছে। প্রাইমারি স্কুল ও রেস্তোরাঁ আংশিক বন্ধ করে দেয়া হয়েছে। সত্তরোর্ধ্ব সব বয়স্ক লোককে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া পাঁচজনের বেশি লোকের এক জায়গায় জড়ো হওয়া ছাড়াও বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর ৩ কোটি ৮০ লাখ লোক করোনায় আক্রান্ত। শুক্রবারই ১৩ হাজার ৬৩২ জনের দেহে করোনা ধরা পড়েছে। এমতাবস্থায় পোল্যান্ড লকডাউনের এ উদ্যোগ নিয়েছে।