দৈনিক প্রত্যয় ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা পোস্ট অফিসের পোস্টমাস্টার মজিবর রহমানকে (৫০) গুলি করে ৫০ লাখ টাকা নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
রোববার (১৭ মে) দুপুরে কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ডে সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মজিবর রহমানকে প্রথমে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার দিকে পোস্টমাস্টার মজিবর রহমান কালিহাতী পোষ্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকাসহ রানার রফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলে বল্লা সাবপোষ্ট অফিসের যাচ্ছিলেন। এ সময় কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ড এলাকায় পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় মজিবর রহমানের ডান পায়ে পরপর দুইটি গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মজিবর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কালিহাতী সদর উপজেলা পোস্টমাস্টার আব্দুল মোমিন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা অফিসিয়ালি আইনগত ব্যবস্থায় যাচ্ছি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম সজীব বলেন, পোস্টমাস্টারের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় পাঠানো হবে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সকল রোড ট্র্যাকিং করা হয়েছে। টাকা উদ্ধার ও ছিনতাইকারী ধরার চেষ্টা চলছে।
ডিপিআর/ জাহিরুল মিলন