প্রত্যয় নিউজডেস্ক: আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দসহ ভোটগ্রহণের সকল কার্যক্রম স্থগিত চেয়ে দুজন নাগরিক হাইকোর্টে রিট আবেদন করেছেন।
রিটে গত ২৩ নভেম্বর প্রণীত পৌরসভা নির্বাচন বিধিমালা (সংশোধিত)-২০১৫ এ কয়েকটি ত্রুটি থাকার কথা উল্লেখ করে তা সংশোধনে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া ভােটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যেও আবেদন করা হয়েছে।
দুজনের পক্ষে তাদের আইনজীবী রোববার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশশ্লিষ্ট শাখায় রিটটি করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
হাইকোর্টে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো খায়েরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি করার জন্য যেতে পারে।
রিটকারীর আইনজীবী এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, পৌরসভা নির্বাচনকে চ্যালেঞ্জ করে বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদের ভাগ্নে মাহবুব আলম আখন্দ এবং স্থানীয় বাসিন্দা মো. হাসিবুল হাসান হাইকোর্টে এই রিটটি করেছেন। রিটে পৌরসভা নির্বাচন বিধিামালার কয়েকটি ভুল চিহ্নিত করে তা সংশোধনের জন্য বলা হয়েছে। বিধিমালা সংশোধন না করে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হলে নানা সঙ্কট দেখা দেবে।
আগামী ২-১ দিনের মধ্যে রিট আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলেও জানান এই আইনজীবী।
নির্বাচন স্থগিত করা রিটের সাথে সাপোর্টিং কাগজ হিসেবে নির্বাচন কমিশন বরাবর কয়েকজনের করা আবেদনের কপি যুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের কাছে হাসিবুল হাসানসহ কয়েকজনের করা আবেদনে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতিতে চাঁদপুর পৌরসভায় প্রায় একশর মতো মানুষ মারা গেছেন এবং আরও বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৮০০ থেকে ৯০০ মানুষ আক্রান্ত।
তবে সিভিল সার্জন কার্যালয় জানায়, চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। চাঁদপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ১৯৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৮২৮ জন। মোট আক্রান্তের মধ্যে পৌরসভাসহ চাঁদপুর সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮৮২ জন এবং সুস্থ হয়েছে সাত শতাধিক।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, ২৩৪ পৌরসভায় ভোট হবে আগামী ৩০ ডিসেম্বর।