সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: গাজীপুরে তুরাগ নদে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনে এসে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শিশুটির নাম অঙ্কিতা রানী দাস (৪)।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন তুরাগ নদের চাপাইর সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো তন্ময় (১০) নামে আরও একটি শিশু নিখোঁজ রয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় আসেন তারা। এসময় অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে ডুবে যায়। নৌকায় শিশুসহ ১৮ জন লোক ছিল। অন্যরা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিত ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হন। রাতভর নিখোঁজ দুই শিশুর স্বজনদের আহাজারি দেখা যায় সেখানে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, গতকাল এ ঘটনার পর আমরা রাতে ঠিক মতো উদ্ধার কাজ চালাতে পারিনি। পরে সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে কাজ চলছে।