নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ উপজেলা মৌলভীবাজার: বিশুদ্ধ ভাবে কোমলমতি শিশু ও কিশোর কিশোরীদের পবিত্র আল-কোরআন শিক্ষার লক্ষ্যে প্রতিদিন সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একমাস ব্যাপী পবিত্র কোরআন শিক্ষা পাঠদান কর্মসূচী আজ ২৭ শে রমজান ১৪৪৪ হিজরী ১৯শে এপ্রিল ২০২৩ই রোজ বুধবার পুরস্কার বিতরনী ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের দারুল ক্বেরাত লতিফিয়া মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ভাদাইরদেউল হযরত শাহ কালা রহঃ জামে মসজিদ শাখার সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র শাখার সভাপতি হাফিজুল হক চৌধুরী স্বপন,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত শাহ কালা রহঃ জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল কাহের চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে আল ইসলাহর কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক ও অত্র শাখার প্রধান ক্বারী হযরত মাওলানা আব্দুল জলিল,এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হয়রত শাহ কালা রহঃ জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ ক্বারী ময়নুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ইয়াছির আরাফাত,আঞ্জুমানে তালামীযে আল ইসলাহ শমশেরনগর ইউপি শাখার সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম সোহেল সহ শাখার সহকারী ক্বারীবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অত্র শাখার নাজিম এনামুল হক চৌধুরী তাওহীদ।
প্রধান বক্তা তাঁর বক্তৃতায় বলেন দারুল ক্বেরাত লতিফিয়া মজিদিয়া ফুলতলী ট্রাস্ট দেশে ও বিদেশে বিশুদ্ধ কোরআন শিক্ষা পাঠদানের জন্য হাজার হাজার শাখার মাধ্যমে প্রতি বছর রমজান মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষা পাঠদান কর্মসূচী পালন করে থাকেন,এতে করে কোটি কোটি মানুষ সহী শুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারছেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং যাতে প্রতিবছর এভাবে এই পাঠদান অব্যাহত থাকে সেই আহবান জানান।এছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথিবৃন্দ ও সহকারী ক্বারীবৃন্দ।সমাপনী বক্তব্যে সভাপতি হাফিজুল হক চৌধুরী স্বপন বলেন,২০১৪ইং সালে দারুল ক্বেরাত লতিফিয়া মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ভাদাইরদেউল হযরত শাহ কালা রহঃ জামে মসজিদ শাখা প্রতিষ্ঠিত হয়ে আজ অবদি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে,এছাড়াও দারুল ক্বেরাতকে কেন্দ্র করে হযরত শাহ কালা রহঃ দাখিল মাদ্রাসা ও হযরত মাহতাবউদ্দিন রহঃ হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই জামে মসজিদ প্রাঙ্গনে এখানে শত বছর পুরানো ঈদগাহ রয়েছে আর এই সবকিছু গড়ে উঠেছে ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ কালা রহঃ মাজারকে কেন্দ্র করে।আলোচনা শেষে পুরস্কার বিতরন করে হাফেজ ক্বারী মাওলানা ময়নুল ইসলাম মোনাজাত করেন এবং অনুষ্ঠান শেষ হয়।