বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের লৈাকসানের বোঝা আরো বড় হয়েছে। আলোচিত ৩ মাসে কোম্পানির লোকসান বেড়েছে প্রায় ৭১ শতাংশ।
বৃহস্পতিবর (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপে এ তথ্য উঠে এসেছে।
সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে লুব-রেফ বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই লোকসান হয়েছিল ৪৮ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে আলোচ্য প্রান্তিকের কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩৪ পয়সা বা ৭০ দশমিক ৮৩ শতাংশ।
এই বড় লোকসানের কারণ হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচিত ৩ মাসে তাদের সুদ ব্যয় হয়েছে ১০ কোটি ৩৪ লাখ টাকা, যা কোম্পানিকে লোকসানের দিকে ঠেলে দিয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫৬ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭৪ পয়সা।