নিজস্ব প্রতিবেদক: সঙ্গীত ক্যারিয়ারের প্রথম মৌলিক গান প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী শুভাশীষ ভৌমিক। গানের শিরোনাম ‘অবচেতন মন’। প্রথম মৌলিক গান প্রকাশ করে বেশ উচ্ছ্বসিত শুভাশীষ অর্থাৎ ‘বাপকা বেটা’ ব্যান্ডের বাপ। ছেলেকে নিয়ে ব্যান্ডটি গড়া হয়েছে বলে এর নাম রাখা হয় ‘বাপকা বেটা’।
অ্যানিমেশন ভিডিওতে প্রকাশ পাওয়া শুভাশীষ ভৌমিকের কণ্ঠের এই গানের কথা লিখেছেন জাকারিয়া জালাল। কনক আচার্য্যের সুরে এর সঙ্গীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন আর জয়। ভিডিও পরিচালনা করেছে ‘বাপকা বেটা’ ব্যান্ড। গানটি রেকর্ড করা হয় স্টুডিও অক্ষর- এ।
রোববার (১ আগস্ট) বসুন্ধরা ডিজিটাল’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে শুভাশীষ ভৌমিকের ‘অবচেতন মন’।
নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে শুভাশীষ ভৌমিক ‘দৈনিক প্রত্যয়‘ কে বলেন, ‘চেষ্টা করেছি, শ্রোতাদের ভালো একটি গান উপহার দিতে। কেমন হলো, শ্রোতারাই তা বিচার করুক। আর অ্যানিমেশন ভিডিও করার কারণ একটাই- প্রথাগত জটিলতায় না থেকে ভিন্ন কিছু করা। এরই মধ্যে গান-ভিডিওর জন্য অনেকের প্রশংসা পেয়েছি। আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে গানটি মানুষের কাছে পৌঁছাবে।’
তিনি আরও বলেন, ‘অনেকটা দুঃসাহস নিয়ে নিজের প্রথম মৌলিক গান-ভিডিও প্রকাশ্যে এনেছি।রিয়েলস্টিক অ্যানিমেশন নিয়ে এ ধরনের কাজ করা একটু কঠিনই বটে। অ্যানিমেশনের এই ধারার মধ্য দিয়ে শুরু হোক মিউজিক ভিডিওর এক নতুন যাত্রা। সবাই পাশে থাকবেন সামনে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।