স্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারী সাহায্যের মাধ্যমে শুরু থেকেই প্রশংসনীয়ভাবে ত্রাণ বিতরণ করে আসছেন ডিএনসিসির ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মহাখালীর সরকারি তিতুমীর কলেজ থেকে অসহায় কর্মহীন শ্রমজীবি ৫০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন মোঃ নাছির। ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, তেল ও সাবান তাদের হাতে তুলে দেন তিনি।
কাউন্সিলর মোঃ নাছির জানান, তার নির্বাচনী ২০নং ওয়ার্ডে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। সরকারসহ বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত সহযোগীতা এবং ব্যাক্তিগত উদ্যোগে নিয়মিতভাবে ত্রাণ সামগ্রী দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার মানুষকে সাহায্য প্রদান করা হয়েছে।
এছাড়া যারা বাকি আছে ক্রমান্বয়ে তাদেরকেও ত্রাণ সহযোগীতা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী, এমপি এবং মেয়রের নির্দেশনা মেনে এসব সহযোগীতা করা হচ্ছে এবং একইসাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রতিদিন দুই বার রাস্তাঘাটে জীবানুনাশক ছিটানোসহ যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।