নিজস্ব প্রতিবেদক: সময়ের ব্যস্ত সুরকার-সংগীত পরিচালক জাহিদ নিরব। ইতিমধ্যে গত তিন বছরে তিনি প্রায় তিন শতাধিক বিজ্ঞাপনে সংগীত আয়োজন করেছেন। এছাড়াও তিনি বেশ কিছু ওয়েব ফিল্ম এবং শর্টফিল্মের সূচনা সঙ্গীত ও করেছেন। জাহিদ নিরব তার সব কাজেই পেয়েছেন প্রশংসা।
এরই ধারাবাহিকতা এবার বছরের শুরুতেই
রায়হান রাফি’র পরিচালনায় সম্প্রতি ‘চরকি’তে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘টান’।
‘টান’ এর আবহ সংগীতের পাশাপাশি এর চারটি গানের সবগুলোর সুর এবং সংগীত পরিচালনা করেছেন তিনি।
ওয়েব ফিল্ম ‘টান’এ জুটি বেঁধেছেন সিয়াম ও বুবলী।‘কি করি’ শিরোনামের গানটির জন্য সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন জাহিদ নিরব। যাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুটি ইমরান ও কনা। এছাড়া এই ওয়েব ফিল্মের ‘জীবন দিলাম’ গানটি গেয়েছেন জাহিদ নিরব ও মাশা ইসলাম। ‘ললিত’-এ এককভাবে কণ্ঠ দিয়েছেন জাহিদ নিরব। মাহমুদুল হাসান ও রাসেল মাহমুদকে নিয়ে ‘কে যে দেয় কারে সাজা’ গানটিও গেয়েছেন জাহিদ নিরব।
এই প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, ওয়েব ফিল্ম ‘টান’ এ কাজ আমার বাড়তিমাত্রা জুগিয়ে পেয়েছি প্রশংসা ও আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই দর্শকদের। এছাড়াও আমি বেশ কয়েকটি সিনেমায় কাজ করছি।
গত বছর ‘পদ্মপুরান’ সিনেমা দিয়ে সিনেমায় অভিষেক হয় নিরবের।
এর আগে ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে ব্যান্ড ‘চিরকুট’ এর সঙ্গে পথচলা শুরু করেন তিনি।