1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

প্রয়াত উচ্চাঙ্গ নৃত্য গুরু জিনাৎ জাহানের স্বরনে তাঁর শিষ্যদের একান্ত আলাপচারীতা

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৩৯ Time View

সোহানুর রহমান সোহাগ: গোলাম মাসুদ হিলালী লরেন্স। ঢাকা সিটি কলেজ থেকে বি কম পাস করে ১৯৯০-১৯৯৪ সাল এ। সেখান তিনি থেকেই দু বছর কত্থক নাচ শেখেন উস্তাদ জিনাৎ জাহানের কাছে কত্থকে নটবরী।

সেখানে পরিচয় হয় তার ডলি জীনাৎ জাহানের সঙ্গে তিনি অসম্ভব গুণী একজন নৃত্য শিল্পী ছিলেন। ডলি জিনাৎ সাথে তার অনেক অনেক স্মৃতি আছে এই অল্প কথায় তা লিখে শেষ করা যাবে না। তিনি একজন বাংলাদেশের প্রথম সারির শুদ্ধ উচ্চাঙ্গ নৃত্যগুরু । তাঁর অনেক শিষ্য এখন সুনামের সাথে দেশে ও বিদেশে নৃত্য করছেন।

উচ্চাঙ্গ নৃত্যর গুরু জিনাৎ জাহান কলকাতা থেকে এসে বাংলাদেশ এ থাকতে শুরু করেন। বলা যায় তিনিই প্রথম দিকের একজন নৃত্য প্রশিক্ষক যিনি একাধারে বুলবুল ললিতকলা একাডেমী (মতিঝিল শাখা) , বাংলাদেশ শিশু একাডেমীসহ তাঁর বাড়ীতে উচ্চাঙ্গ নৃত্যর প্রশিক্ষন দিতেন। তাঁকে বাংলাদেশের নৃত্যশিল্পীরা প্রায় ভুলেই গিয়েছেন তাই তাঁকে স্বরন করার জন্য তাঁর দুজন শিষ্যর সাথে কথা বলে সবাই কে একটু মনে করিয়ে দিতে চাই। তাঁর মত একজন নৃত্য গুরু কে নিয়ে পরে আরো আলোচনা করবো।

গুরু জিনাৎ জাহান এর অন্যতম একজন শিষ্য লন্ডনে বসবাস করেন মোহাম্মদ দ্বীপ । তিনি তাঁকে স্বরন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন এবং বলেন উচ্চাঙ্গ নৃত্য যে একটি বেসিক নৃত্য তা কখনই বুঝতাম না যদি তাঁর সান্নিধ্য না আসতাম। আমি বুলবুল ললিতকলার ছাত্র ছিলাম ও মতিঝিল শাখার ও পরে ওয়াইজঘাট শাখায় নৃত্য শিক্ষা গ্রহন করি। জিনাৎ জাহান এর কাছে আমার উচ্চাঙ্গ নৃত্যর হাতে খড়ি। মোট তিন বছর তাঁর কাছে উচ্চাঙ্গ নৃত্যর উপর তালিম নিয়েছি।তিনি যেহেতু শুদ্ধ উচ্চাঙ্গ নৃত্য শিখাতেন তাই আমি ইন্ডিয়াতে গিয়ে নৃত্য শিক্ষা গ্রহন করার প্রয়োজন বোধ করি নাই। তাঁর সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তাঁর অবদানের কথা বলে শেষ করতে পারবো না। আমি ও লরেন্স হিলালী তাঁর সরাসরি ছাত্র ছিলাম তাই আজও লরেন্স ও আমি খুব ভাল বন্ধু ।আমি লন্ডনে আমার নদী মিউজিক ও ড্যান্স মিডিয়া নিয়ে খুব ব্যস্ত এবং লরেন্স সিরাজগঞ্জ শিল্পকলার প্রশিক্ষক হিসেবে খুবই ব্যস্ত । তবে আমাদের দুজনরই ইচ্ছা আছে তাঁর নামে একটা পদক দেওয়ার । পরিশেষে প্রয়াত গুরু জিনাৎ জাহানের আত্নার শান্তি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..