1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ফরাসি ওপেনের ফাইনালে অঘটন

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক: কার্লোস আলকারাজকে সেমিফাইনালে হারানোর পর অনেকেই বলে দিচ্ছেন, ফাইনালের আগেই ‘ফাইনাল’ জিতে ফেলেছেন নোভাক জোকোভিচ। কিন্তু তাই বলে ফাইনালে লড়াই একদম সহজ হয়ে যাবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। নরওয়ের ক্যাসপার রুডের বিরুদ্ধে রোববার (১১ জুন) খেলতে হবে জোকোভিচকে। গতবারের মতো এবারও ফাইনালে উঠেছেন রুড।

দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ আগেই ছিটকে গিয়েছিলেন। প্রথম বাছাই আলকারাজও বিদায় নেন সেমিফাইনালে। ফরাসি ওপেনের ফাইনালে তাই দেখা যাবে তৃতীয় বনাম চতুর্থ বাছাইয়ের লড়াই। এবারও কোনো অখ্যাত খেলোয়াড় এসে চমক দেখাতে পারলেন না। জেরেভ কতদিন আর ‘প্রতিভাবান’ হয়ে থাকবেন সেই নিয়ে জল্পনা চলছে। ফলে সুরকির কোর্টে এই মুহূর্তে যিনি অন্যতম ধারাবাহিক খেলোয়াড়, সেই রুডই উঠেছেন ফাইনালে।

একইসঙ্গে রাফায়েল নাদালকে টপকে প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতার হাতছানি নোভাক জোকোভিচের সামনে।

নিঃসন্দেহে ফাইনালে এগিয়ে থেকেই নামছেন জোকোভিচ। গত দু’সপ্তাহে তিনি বেশ ভালো ছন্দে রয়েছেন। সুরকির কোর্টে অন্যতম সেরা খেলোয়াড়দের একজনও তিনি। মানসিকভাবেও ভালো জায়গায়। বিশেষজ্ঞরা বলেন, খেলা যত গড়ায় ততই নাকি ভয়ঙ্কর হয়ে ওঠেন জোকোভিচ। আলকারাজের বিরুদ্ধে ম্যাচে সেটা দেখা গিয়েছে। তবে তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন রুড। তার খেলার অন্যতম অস্ত্র টপস্পিন ফোরহ্যান্ড। পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে কাজে লাগান। জোকোভিচের বিরুদ্ধে তা দেখা যেতে পারে।

সেমিফাইনালে আলকারাজকে হারানোর পর জোকোভিচ বলেছেন, চাপ বরাবরই আমার কাঁধে থাকে। তাই ওসব নিয়ে ভাবছি না। চাপ আমার জীবনেরই একটা অংশ। বরং মনে করি চাপ থাকা ভালো। এতে আলাদা করে অনুপ্রেরণা পাওয়া যায়। আশা করি সেই অনুপ্রেরণা নিয়ে রোববার নামতে পারব। প্রতিযোগিতা শুরুর আগে বলেছিলাম, সুরকির কোর্টে রোলাঁ গারোজই সেরা। ফাইনালে আসার ব্যাপারে যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তা নিয়েছি। রোববার নিজের সেরা টেনিস খেলব। ইতিহাস নিয়ে ভাবছি না। আরও একটা গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য তৈরি।

আলেকজান্ডার জেরেভকে স্ট্রেট সেটে উড়িয়ে দেওয়ার পরে রুড বলেন, রোলাঁ গারোজে আসার আগে কখনওই ভাবিনি আমি সেরা হিসাবে নামছি। এক একটা ম্যাচ ধরে এগিয়েছি। ফাইনালে ফিরতে পেরে নিঃসন্দেহে ভালো লাগছে। গতবারের মতো ফাইনালে ওঠার ব্যাপারটা মাথায় ছিল আগে থেকেই।

মুখোমুখি লড়াই
রুডের বিরুদ্ধে ৪-০ এগিয়ে জোকোভিচ। শেষ বার দু’জনে মুখোমুখি হয়েছিলেন ২০২২ এটিপি ফাইনালসে। জোকোভিচ জেতেন ৭-৫, ৬-৩ সেটে।

কখন খেলা, কোথায় দেখা যাবে
রোববার খেলতে নামবেন জোকোভিচ ও আলকারাজ। ভারতীয় সময় সন্ধ্যা ৬.১৫ মিনিটে খেলা শুরু হবে। খেলা দেখা যাবে সনি টেন-এর বিভিন্ন চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..