ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কমলেশ চক্রবর্তী ওরফে ভানু চক্রবর্তী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা রোববার সকালে মারা গেছেন। তার বাড়ি শহরের কালীবাড়ী এলাকায়। তিনি ফরিদপুর সদর উপজেলার সাবেক কমান্ডার। এ ছাড়া তিনি সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতিও ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী গত ২৪ মে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে অবস্থার উন্নতি হলে সাধারণ বেডে রাখা হয়। শুক্রবার সকালে ফের অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। সকাল ৮টার দিকে তিনি মারা যান।
ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ জানান, মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী ভানুকে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের অম্বিকাপুর শ্মশানে দাহ করা হয়েছে।
ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, রোববার সকাল পর্যন্ত জেলায় ২৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুই মুক্তিযোদ্ধাসহ ৬ জনের মৃত্যু হয়েছে।