ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করছে একটি প্রভাবশালী মহল। কৃষি জমির ক্ষতি ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় ইটভাটা স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তবে কৃষি জমি নষ্ট হবে না বলে জানিয়েছেন ভাটা মালিক। এদিকে তদন্ত করে ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীর তীরের কৃষি জমি খুবই উর্বর। আর এই উর্বর ভুমিতে পেঁয়াজ, রসুন, ধান, পাটসহ বিভিন্ন ধরণের ফসল ভালো হয়। একটি প্রভাবশালী মহল নদী তীরের কৃষি জমিতে ইটভাটা তৈরির কাজ শুরু করেছে। ইটভাটা করার প্রতিবাদে সোচ্চার উপজেলার আকোটের চর ইউনিয়নের বেপারি ডাঙ্গি গ্রামবাসীসহ এলাকার মানুষ। তাদের দাবি, ইটভাটা জমি নষ্টের পাশাপাশি ব্যাহত হবে উৎপাদন। ক্ষতিগ্রস্ত হবে নদীও।
ভাটা স্থাপনের প্রতিবাদে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে এলাকাবাসী। তারা বলছে, ইটভাটা হলে শুধু ফসলি জমিরই ক্ষতি হবে না, পরিবেশের উপরও বিরূপ প্রভাব পড়বে। তবে কৃষি জমি নষ্ট করে ভাটা নির্মাণ করা হচ্ছে না বলে জানান ভাটা মালিক।
গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।ভাটার আধা কিলোমিটারের মধ্যে রয়েছে একটি সরকারি প্রথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়। ইটভাটা হলে স্কুলের শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হবে।