নান্দাইল প্রতিনিধি: গত ২৯ শে জুলাই ময়মনসিংহের নান্দাইলে স্বামীর বাড়ির ঘরের আড়ায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সাবিনা ইয়াসমীন (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরদিন নিহতের মা রহিমা খাতুন বাদী হয়ে তার স্বামী, শ্বাশুরি সহ ৫ জনকে আসামি করে আত্নহত্যার প্ররোচনার মামলা দায়ের করে।
সাবিনা ইয়াসমিনের মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে, “যৌননিপিড়ন বিরোধী শিক্ষার্থীজোট ” নামক একটি সংগঠনের ব্যানারে নান্দাইল উপজেলা সদরে নাগরিক অবস্থান ও ওসি বরাবর স্মারকলিপি করে। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মাহমুদুল হাসান শিবলি,তাইবুর রহমান, নিহতের মা রহিমা, খালা তাসলিমা আক্তা।
তাদের অভিযোগ, সাবিনা ইয়াসমিনকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হয়েছে। রহিমা বলেন আমার মেয়ে আমাকে ফোন করে বলেছে তারা আমাকে হত্যা করে ফেলবে। শেষ পর্যন্ত তারা তাই করেছে। তাসলিমা বলেন, দাফনের জন্য গোসলের সময় সাবিনার শরীরে বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ভিকটিমের ময়না তদন্তের রিপোর্ট পাইনি, আসামি গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে। তিনি ভিকটিমের পরিবারকে আশ্বস্ত করেন সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।