স্পোর্টস ডেস্ক: লঙ্কান প্রিমিয়ার লিগে নিজের প্রথম আসরেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিকের বদলি হিসেবে নিজের সেরাটাই উজাড় করে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। দেশের ফেরার পর তার দল জাফনা কিংসও তাই স্মরণে রেখেছে হৃদয়কে।
হৃদয় দেশে ফিরে আসার পরেই পথ হারিয়েছে জাফনা। পরপর দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে। তবে কলম্বোর ব্যর্থতায় নিশ্চিত করেছে প্লে-অফ। আর তাতেই আরও একবার এলপিএলে হৃদয়কে দেখতে পারার সম্ভাবনা বেড়েছে। এক সূত্রের খবরে জানা গেছে, ফাইনালে উঠতে পারলে আবারও এই বাংলাদেশির দ্বারস্থ হতে পারে জাফনা।
জাফনার জার্সিতে ৬ ম্যাচ খেলেছেন হৃদয়। প্রথম ম্যাচেই খেলেছেন ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস। এরপর থেকেই নিয়মিত রান এসেছে তার ব্যাটে। মাঝে এক ম্যাচে গোল্ডেন ডাক মারলেও শেষ ম্যাচে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হৃদয়।
টুর্নামেন্টের ৬ ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। ৩৮ এর বেশি গড়ে করেছেন ১৫৫ রান। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করে সকলের নজর কেড়েছেন তিনি। জয় করেছেন সমর্থকদের মন।
এমন এক ক্রিকেটারকে তাই ফাইনালের মঞ্চে নিশ্চয়ই পেতে চাইবে জাফনা কিংস। তবে বিসিবি তাকে সেই এক ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেবে কিনা সেটাই বড় প্রশ্ন। তার চেয়ে বড় বিষয়, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার পেরিয়ে জাফনা কিংসকে ফাইনালে দেখা যাবে কিনা। বুধবার রাতে নিজেদের টুর্নামেন্টে টিকিয়ে রাখার মিশনে মাঠে নামবে তিনবারের শিরোপাজয়ী জাফনা।