1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ফিরহাদের সমালোচনা সাধনের, পাল্টা ফিরহাদেরও, অস্বস্তিতে তৃণমূল

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ১২৩ Time View

বিশেষ প্রতিবেদন,কলকাতা:

একজন কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক। অপরজন রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। একজন ফিরহাদ হাকিম। অপরজন সাধন পান্ডে। মঙ্গলবার আমফান বিপর্যয়ে কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমের ব্যর্থতার তীব্র সমালোচনা করে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে বলেন, ‘আমফান বিপর্যয় এবং তার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা প্রস্তুত ছিল না। তাই ঝড়ের পর কলকাতায় এত সমস্যা দেখা দিয়েছে।’ সাধন পান্ডের মুখে দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্যের সমালোচনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

মঙ্গলবার ফিরহাদকে কটাক্ষ করে সাধন পান্ডে বলেন, ‘কলকাতা পুরসভার ১৪০টি ওয়ার্ড রয়েছে। কিন্তু পুরসভার হাতে ২৫টি গাছ কাটার যন্ত্র রয়েছে। অথচ পুরসভার হাতে প্রতিটি ওয়ার্ডের হিসেবে ১৪০টি গাছ কাটার মেশিন থাকা উচিত ছিল। আমফান নিয়ে অনেক পূর্বাভাস ছিল। তাই পুরসভার উচিত ছিল বিষয়টি নিয়ে আগেই পুরোপুরি প্রস্তুতি নিয়ে রাখা। কিন্তু তা তারা করেনি। ব্যাপারটি রীতিমতো দুর্ভাগ্যজনক।’ পাশাপাশি তিনি কলকাতার পুর কমিশনারের পদ থেকে খলিল আহমেদকে সরিয়ে দেওয়ারও তীব্র সমালোচনা করেন। বলেন, ‘খলিল অত্যন্ত দক্ষ প্রশাসক ছিলেন। এই সময় তাঁর দক্ষতা কাজে লাগানো যেত।’

পাশাপাশি তিনি টেনে আনেন প্রাক্তন মেয়র তথা দলত্যাগী শোভন চট্টোপাধ্যায়ের নামও। তিনি আক্রমণাত্মক সুরেই বলেন, ‘পাঁচদিন আগে থেকেই এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার উচিত ছিল একটা প্রস্তুতি বৈঠক করা। সেখানে কলকাতার সব বিধায়ককে ডেকে আনা যেত। এমনকী, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও ডাকা যেত। তার পর সকলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা যেত। সকলের মত নিয়ে একটা পদক্ষেপ করা যেত। কেন কলকাতা পুরসভা তেমন পদক্ষেপ করেনি, জানি না।’ সাধন পান্ডের এই মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। উল্লেখ্য, ফিরহাদ হাকিম শুধু কলকাতা পুরসভার প্রশাসকই নন, তিনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও। তাঁর দায়িত্ব পুর ও নগরোন্নয়ন। তাই সাধনবাবুর সমালোচনার মধ্যে অনেকে ইঙ্গিতবহ রাজনৈতিক ছবি দেখতে পাচ্ছেন। সমালোচনার পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়ের নাম নিয়ে সেই জল্পনা সাধনবাবু আরও বাড়িয়ে দিয়েছেন।

সাধন পান্ডের সমালোচনা শুনে অবশ্য চুপ করে থাকেননি ফিরহাদও। তিনিও পাল্টা সমালোচনা করেছেন সাধন পান্ডের। তবে প্রথমেই সরাসরি তাঁর নাম করেননি তিনি। বলেছেন, ‘কেউ কেউ করোনার ভয়ে বাড়িতে লুকিয়ে রয়েছেন। তার পর সংবাদ মাধ্যমের কাছে বড় বড় কথা বলছেন। আমি বাড়িতে বসে নেই। করোনা ও আমফান —দুইয়ের বিরুদ্ধেই রাস্তায় থেকে লড়াই করছি।’ এমনকী, ফিরহাদ এ দিন এ কথাও বলেন, ‘সত্যিই যদি কারও কোনও পরামর্শ দেওয়ার ছিল, তা হলে তিনি পুরসভায় আসতেই পারতেন। এলেন না কেন? আসলে ঘরে বসে সমালোচনা করাটা খুবই সহজ কাজ।’

তবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাধন পান্ডের নাম উঠলে ফিরহাদ চুপ করে যাননি। তিনি বলেন, ‘সাধনদা প্রবীণ মানুষ। তিনি ঠিক কী বলেছেন, আমি জানি না।’ একই সঙ্গে তিনি এ কথাও বলেন, ‘মন্ত্রী হলেই যে কাউকে সব সময় সুস্থ থাকতে হবে, এমন কোনও কথা নেই। তাই তাঁর কথাকে আমি তেমন গুরুত্ব দিতে রাজি নই।’ ফিরহাদের মন্তব্যের ঝাঁজ দেখে রাজনৈতিক মহলের অনেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..