তানভীর আহম্মেদ মুন্না,ফুলপুর প্রতিনিধি:
ফুলপুর মানেই নতুন কিছু,
ফুলপুর মানেই ক্রিয়েটিভ কিছু।
ফুলপুর মানেই সেবার নতুন মাত্রা।
প্রানের শহর ফুলপুর, লকডাউনে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করলো ফুলপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
করোনা প্রতিরোধে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে দেশে চলছে অঘোষিত লক ডাউন। বন্ধ হয়ে গেছে সকল ধরনের যানবাহন। কোন কোন এলাকায় করোনা রোগী সনাক্ত হওয়ায় কঠোর করা হয়েছে সম্পূর্ণ লক ডাউন।
এ অবস্থায় সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং করোনা রোগীরা যাতে হাসপাতালে এসে রোগ ছড়াতে না পরে সেই লক্ষ্যে ফুলপুর সরকারি হাসপাতালের পক্ষে ” গ্রামে গ্রামে চিকিৎসা সেবা ” এর উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব রাশেদুজ্জামান খান এর নেতৃত্ব আবাসিক চিকিৎসা কর্মকর্তা জনাব প্রানেশ চন্দ্র পন্ডিত, উপজেলার বিভিন্ন বাজার, কমিউনিটি ক্লিনিক ও জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দেন। এসময় তাঁরা ছোটখটো সমস্যা নিয়ে হাসপাতালে না এসে হাসপাতালের টেলি মেডিসিন সেবা নেওয়ার পরামর্শ দেন ও হটলাইন নম্বর সম্বলিত লিফলেট বিতরণ করেন।