1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ফ্রান্সে আঞ্চলিক নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ

  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৭১ Time View

মো: ইব্রাহিম (প্যারিস) ফ্রান্স থেকে

ফ্রান্সে ৬ বছর পর পর হওয়া এই রিজিওনাল নির্বাচন নিয়ে বেশ মজার কিছু এলায়েন্স হচ্ছে। বিশেষ করে ফ্রান্সের জনপ্রিয় ডানপন্থি দল  Les Républicains (LR)এর সাথে  বর্তমানে ম্যাক্রোন সাহেবের La République En Marche(LREM)এর।যদিও বর্তমান প্রধানমন্ত্রি বলছেন এইটা শুধু এই নির্বাচনের জন্যেই এলায়েন্স হচ্ছে।যেমন সাউথ রিজিওনের LR এর প্রার্থীর প্রতি সমর্থন দিয়ে বর্তমান সরকার তাঁদের প্রার্থী দিবেন না আবার সেখানকার প্রার্থী সরাসরি এমন বলেই দিয়েছিলেন সমর্থন দেয়ার জন্যে।এমন আরো অনেক জায়গায় এলায়েন্স হবে যেইখানে ধরেন লো পেন আপার দল  Rassemblement National(RN) ভালো করবে কিন্তু LR+LREM এলায়েন্স হলে এই চান্স কমে যাবে সেই ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থে LR+LREM জোটবদ্ধ হবে। অনেকক্ষেত্রে নিজের আসন ধরে রাখতে অনেক প্রার্থী দলকেও বৃদ্ধাঙ্গুল দেখাবে। কারণ ক্ষমতা কে না চায় !

তবে এই বিষয়টা মোটেই ভালোভাবে নিচ্ছেন না অনেক LR এর লোকজন যেইটা নিচের এই টুইট থেকেই বুঝা যে, RN তো না ই। কারণ নেক্সট ইয়ার ফ্রান্সে আবার প্রেসিডেন্ট নির্বাচন সেইক্ষেত্রে লো পেন আপা এইবার একটা চমক দেখাবেন নিশ্চিত।কিন্তু যেইসব জায়গায় খুব প্রতিদ্বন্দ্বিতা হবে সেইক্ষেত্রে নিজের আসন ধরে রাখতে হয়তো বেশ কিছু LR এর লোকজন ম্যাক্রোন সাহেবের সাথে এলায়েন্স করবেন। আবার ওইসব জায়গায় ভোট ভাগ না করে এক হলেই সুবিধা এই হিসাবে ম্যাক্রোন সাহেবের দলও সমর্থন করবে এমন জোট।

তাই যেমন ফল আশা করছি লো পেন আপার কাছে সেটা নাও হতে পারে ,দেখা যাক নির্বাচনের আগে আরো কোনো নতুন নাটক হয় কিনা কারণ রাজনীতিতে নাটকের শেষ নেই !

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..