নিজস্ব প্রতিনিধি,ফ্রান্স:
আজ শনিবার বেলা ৩ ঘটিকায় ফ্রান্সের ববীনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ব্রাদারর্স স্কোয়াড প্যারিস ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন ও প্রীতিম্যাচ, উক্ত জার্সি উন্মোচন পর্বে বিএসপি ক্লাবের কর্মকতারা সবার হাতে জার্সি তুলে দেন এতে দলের অধিকাংশ খেলোয়াড় ও ক্লাবের শোভাকাঙ্খী বৃন্দ উপস্থিত ছিলেন, পরবর্তীতে দারুন একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ম্যাচটি ব্রাদারর্স স্কোয়াড প্যারিস ক্লাব বনাম ইলেভেন ওয়ারিয়র্স ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।
হ
খেলাটিতে টসে জয়লাভ করে ইলেভেন ওয়ারিয়র্স দল ১৬ ওভার শেষে ১২৮ রান সংগ্রহ করেন, পরবর্তীতে ব্রাদারর্স স্কোয়াড দল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সংগ্রহ করে ১৩ ওভার শেষে ৯৫ রান, ম্যাচটি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সেখানেই বন্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে বৃষ্টির কারণে আর খেলা হয়নি এবং এতে ফলাফল নির্ধারিত হয়নি, এ ম্যাচটিতে বিএসপি দলের অধিনায়ক ও সহঃ অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন যথাক্রমে আবদুল্লাহ মারজান ও মোঃ আলমাহিন হোসাইন শিমুল, উল্লেখ্য ব্রাদারর্স স্কোয়াড প্যারিস ক্রিকেট ক্লাবটি প্যারিসের জনপ্রিয় ক্রিকেট টূর্নামেন্ট গুলোতে দারুনভাবে পারফর্ম করে চলেছে, এবং সেইসাথে ক্রিকেটের বিভিন্ন ক্রিয়েটিব কাজ গুলো করে আসছে।
এই বছর ব্রাদারর্স স্কোয়াড প্যারিস ক্রিকেট ক্লাবের জার্সি স্পন্সর করেছেন ইউরোপের জনপ্রিয় ক্রিকেট মালামালের ব্র্যান্ডঃ ইউরো কিং ও জনপ্রিয় ফুডঃ সিপিজ্জা।
এখন প্যারিসে চলমান নবকন্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০২১ এতে ব্রাদারর্স স্কোয়াড প্যারিস ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে খেলছেন ও ক্রিকেটের বিভিন্ন প্রীতিম্যাচ ও ক্রিকেটে ক্রিয়েটিব কাজ গুলো ও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহন করেছেন।
ক্রিকেট একটি সুস্থ বিনোদন, ব্যায়াম ও তরুণদের মেধা বিকাশের দারুন একটি মাধ্যম মাঠের ক্রিকেট খেলা, ফ্রান্সের ক্রিকেটে ছুটির দিনে এই সুন্দর আয়োজন ব্রাদারর্স স্কোয়াড ক্রিকেট ক্লাব প্যারিসের সত্যিই প্রশংসার দাবীদার।
সকল প্রবাসী ও বাংলাদেশীর পক্ষ থেকে রইলো শুভেচ্ছা- প্রবাসের মাটিতে দারুন ভাবে পথচলা ব্রাদারর্স স্কোয়াড প্যারিস ক্রিকেট ক্লাবের জন্য শুভকামনা।
লেখকঃ মুহাম্মদ আলমাহিন হোসাইন শিমুল
প্যারিস, ফ্রান্স।