*বৃক্ষ প্রেমিক*
অনিরুদ্ধ,
প্রেমিক হতে হলে বৃক্ষ হতে হয়।
যেমন ধরো,
মাথার উপর কচি কচি পাতা থেকে শুরু করে একঝাঁক সবুজ পাতা নিয়ে দৈত্য হয়ে দাঁড়িয়ে থাকা,
বছরের পর বছর।
পাতা গজাবে,ঝরবে আবার গজাবে।
কতই না ঝড় বৃষ্টি হবে।
তুমি ভেঙেও পরতে পারো।
তোমার ডাল পালা হবে,শেকড় মাটি ভেদ করে নিচের দিকে গড়িয়ে যাবে।হতেও পারে গভীর থেকে গভীরতর।
তবে তোমার কষ্ট হবে বটে।
কিন্তু অনিরুদ্ধ,
প্রেমিক হতে হলেই বৃক্ষ হতে হয়।
কোনো মতেই অপ্রেমিক হওয়া যাবে না তোমার।
একবার,
তুমি প্রেমিক হয়ে বৃক্ষ হও,
আমি প্রেমিকা হয়ে পাখি হবো।
আমি আসব,
আমি আসব তোমার ছায়ায়,
তোমার ডালে
তোমার খোঁজ নিতে।
ঐ যে আমার বৃক্ষপ্রেমিক তোমায় ছয়ঋতুর অপেক্ষায় থাকতে হবে।
একে একে ঋতু আসবে চলেও যাবে।
কোনো এক চৈত্রের দুপুরে ধুলো ঝড়ও হবে।
গ্রীষ্মের হাহাকার তোমার সকল সজীবতা শুষে নিবে।
তুমি পারবে তো বৃক্ষ হতে?
অপেক্ষার প্রহর শেষ হবে না অনিরুদ্ধ।
তুমি প্রেমিক হয়ে বৃক্ষ হও।
আমি প্রেমিকা হয়ে পাখি হবো।
আমি আসব অনিরুদ্ধ
তোমার ছায়ায় ঘর বাঁধব।
রোজ রোজ তোমায় একটু করে গান শুনাব।
তোমার ডালে ডালে নেচে বেড়াব।
আমি তোমার জন্যে প্রেমিকা হবো।
প্রেমিকা হয়ে পাখি হবো।
অনিরুদ্ধ,
তুমি না হয় আমার জন্যে প্রেমিক হয়ে বৃক্ষ হও।
লেখক :
মারজানা তাহসীন
অর্নাস ৩য় বর্ষ, ঠাকুরগাও সরকারি কলেজ