বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ায় করোনা ভাইরাস সংক্রমিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার স্বেচ্ছাসেবীরা মৃতদেহগুলি ধর্মীয়ভাবে সৎকার করে। শুক্রবার সকালে ডিপজল পরিবহনের টিকিট মাস্টার শহরের বাদুরতলার জাহাঙ্গীর আলম নামের একজনের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মৃত্যু হয়। শাজাহানপুর উপজেলার রানিরহাট এলাকার জোড়া মন্ডলপাড়ার চাল ব্যবসায়ী মনসুর আলী নামের একজন একই হাসপাতালে মারা যান। সিরাজগঞ্জের উল্লাপাড়ার জিকিরার বাসিন্দা নারায়ণ চন্দ্র নামের এক অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের শিক্ষকের মোহাম্মদ আলী হাসপাতাল মৃত্যু হয়। অপরদিকে টিএমএসএস হাসপাতালে মারা যান শেরপুর উপজেলা শাহপরান দিপা রানী সাহা।
হাসপাতাল সূত্রে জানা যায় যে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম শুক্রবার সকাল দশটায় মৃত্যুবরণ করেন। গত ২৫ জুন নমুনা পরীক্ষায় তার কোভিট পজিটিভ আসে। গত ১৭ জুলাই করো না উপসর্গ নিয়ে মেডিকেলে ভর্তি হন চাল ব্যবসায়ী মনসুর আলী তিনি ২৪ জুলাই ভরে মৃত্যুবরণ করেন। বগুড়ার শেরপুর উপজেলার দিপা রানী সাহা টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৬ জুলাই তিনি করোনা পজিটিভ হন এবং ২৪ জুলাই মারা যান। নারায়ণ চন্দ্র ১৭ ই জুলাই সিরাজগঞ্জে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হন এবং ২৪ জুলাই মৃত্যুবরণ করেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের বগুড়া ও রাজশাহী শাখার স্বেচ্ছাসেবী দল স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় নিয়ম অনুসারে মৃতদেহগুলো সৎকার করেন।