বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া সদর থানা এলাকায় মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে 500 গ্রাম গাঁজা ও 10 গ্রাম হেরোইন সহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বিপিএম বার এর দিক নির্দেশনা ও জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ আসলাম আলী এর নেতৃত্বে শুক্রবার ২৪ জুলাই রাত ৮ টায় বগুড়া সদরের ফুলবাড়ী উত্তরপাড়া ও মাল গ্রামের চাপর পাড়ায় অভিযান চালিয়ে আমিনুল ইসলামের স্ত্রী রুমি ওরফে কিরণ বেগম ও লিটন শেখের স্ত্রী মনোয়ারা বেগমকে 500 গ্রাম গাঁজা সহ আটক করেছে।
অপরদিকে রাত ৯ টায় চকসুত্রাপুর সওদাগর পাড়ায় অভিযান চালিয়ে হেরোইন ব্যবসায়ী হোসনে আরা বেগম ওরফে হোসনো কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। সে আনোয়ার হোসেন ওরফে লিটনের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আসলাম আলী জানান যে, পুলিশ সুপারের নির্দেশে বগুড়া জেলা কে মাদকমুক্ত করতে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।