বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার ডিবি পুলিশের অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিচ ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ বগুড়া।
জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের দিক নির্দেশনায় ডিবি’র ওসি মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ডিবি বগুড়ার একটি চৌকস টিম ২৮ জুলাই তারিখ রাত্রি ১০.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন জয়বাংলা বাজারে অভিযান চালিয়ে ১৮০(একশত আশি) বোতল ফেন্সিডিলসহ আসামী ১. মোঃ আশিকুর রহমান আশিক(৩৬), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-সন্ধ্যাবাড়ী(ভবের বাজার) ও ২. মোঃ টুটুল প্রাং(২২), পিতা-মৃত ফরিদ উদ্দিন প্রাং, সাং-সন্ধ্যাবাড়ী(ভবের বাজার), উভয় থানা-গাবতলী, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। অপরদিকে ডিবি বগুড়ার অপর একটি টিম ইং ২৯/০৭/২০২০ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় নামাযগড় তিনমাথা মোড় হইতে ১০০(একশত) পিচ ইয়াবা সহ আসামী ১. মোছাঃ মনি বেগম(৪৩), স্বামী-মোঃ বাদশা শেখ ও ২. মোঃ আরিফ শেখ(২৬), পিতা-মোঃ বাদশা শেখ, উভয় সাং-নামাযগড় ডালপট্টি, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। উল্লেখ্য যে আসামী মোছাঃ মনি বেগমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় এবং আসামী মোঃ আশিকুর রহমান আশিক-এর বিরুদ্ধে গাবতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।