রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
বগুড়া সংবাদদাতাঃ বগুড়া ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে কয়েকশো বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর বগুড়া প্রতিনিধিরা।
সোমবার দুপুরে ধুনটে যমুনা নদীতে অবস্থিত শহরাবাড়ি স্পারে আনুষ্ঠানিকভাবে এ সকল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পুনাক বগুড়ার সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে এসকল ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভুইয়া বিপিএম বার।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জনাব আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল জনাব গাজীউর রহমান, পুনাক বগুড়ার সহ-সভাপতি নাজিফা চৌধুরী, কোষাধ্যক্ষ রওশন আরা মুন্নি, সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, পুলিশ পরিদর্শক তদন্ত কামরুজ্জামান প্রমুখ।