নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সাংবাদিককে ধারালো অস্ত্র নিয়ে হুমকির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সাংবাদিক রাকিবুল হাসান শান্ত।
অভিযোগে সাংবাদিক রাকিবুল হাসান শান্ত উল্লেখ করেন যে আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাকিবুল ইসলাম শান্ত তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “একজন ইজিবাইক হারানোর অসহায় কে জেলা পুলিশ বগুড়া একটি ইজিবাইক উপহার দেয়” এই মর্মে একটি পোস্ট করে। এমতাবস্থায় ফয়সাল হোসেন সনি আজেবাজে ও মানহানিকর মন্তব্য করে। এরপর দুপুর একটার সময় রাকিবুল ইসলাম শান্ত তার বাসার সামনে ফয়সাল হোসেন সনি সাথে দেখা হলে সে তাকে এরকম আজেবাজে ও মানহানিকর মন্তব্য দিতে নিষেধ করায় সে রাকিবুল ইসলাম শান্তর উপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি ও এক পর্যায়ে দেশীয় অস্ত্র বের করে আমাকে ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। এ সময় রাকিবুল ইসলাম শান্তর প্রতিবেশীরা এগিয়ে আসলে ফয়সাল হোসেন সনি ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
এই বিষয়ে রাকিবুল ইসলাম শান্তর সাথে কথা হলে সে জানায়, তার নিরাপত্তার জন্য থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওয়ালিউল্লাহ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।