বগুড়ার সংবাদদাতাঃ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া মহোদয়ের নির্দেশক্রমে আজ ২১ জুলাই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন মহাস্থান কোরবানীর পশুর হাট সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, এসময় সাথে ছিলেন এসিলেন্ট (ভূমি) মৌলি মন্ডল, অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিসহ প্রমুখ।
এসময় তারা স্বাস্থ্য বিধি-মেনে কোরবানীর হাট বসবে কিনা, তা পর্যবেক্ষণ করেন এবং সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। সমবেতদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন সরকার ও জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক হাটে আগত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মাস্ক পরা ব্যতিত, বয়স্ক ও শিশু এবং অসুস্থ্য ব্যক্তি হাটে প্রবেশ করতে পারবেন না। সকলকে মাস্ক পরিধান করতে হবে। হাটের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারসহ হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। ৭ ফুট দুরে দুরে গরু দাড় করাতে হবে। ক্রেতা-বিক্রেতার মাঝে কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে। হাট চলাকালিন সময়ে মাইকে সচেতনতামূলক বিভিন্ন বিষয় অনরবত প্রচার করতে হবে। সরকারের এসকল বিধি-নিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।