নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ আজ ১০/০৯/ ২০২০ খ্রিঃ তারিখে বগুড়া জেলার শেরপুর উপজেলায় মহিপুর কাঁচা বাজারে বাজার মনিটরিং এ নামেন মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেরপু্র বগুড়া।
এসময় পেয়াজের দাম বাড়ছে কেন জানতে চাইলে বিক্রেতারা জানান, আড়ত থেকে তারা বেশী দাম দিয়ে কিনেছেন তাই খুচরা দামও বেশী। বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরাতে উদ্বুদ্ধ করতে মাইকিং করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়াও বনমরিচা স্টান্ড বাজার, বনমরিচা বততলা বাজার, বাগড়া বাজার এবং দুবলাগাড়ি বাজারেও মাইকিং করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারের বিধি-নিষেধ লঙ্ঘন করায় তথা মাস্ক না পরায় ০৫ জনকে মোট ১০০০/-টাকা জরিমানা করা হয়। দোকানে প্রকাশ্যে তামাকজাত দ্রব্য(সিগারেট) এর বিজ্ঞাপন প্রদর্শন করায় ০২জনকে সতর্ক করা হয় এবং বিজ্ঞাপনের সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় অসহায়দের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় ইউএনও সকলের উদ্দেশ্যে বলেন, শেরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। সচেতন না হলে যে কেউ আক্রান্ত হতে পারেন। ভীড় বা জনসমাগম এড়িয়ে চলতে হবে। ঘরের বাইরে বের হতে হলে মুখে অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক না পরা আইনত দণ্ডনীয় অপরাধ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।