স্টাফ রিপোর্টারঃ গাবতলী ইউনিয়নের পাঁচবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জনাব আরেফুর রহমান বাদশা অদ্যই ১১ঃ৪০ ঘটিকায় ইন্তেকাল করেছন। তিনি সোন্দাবাড়ী তালুকদার বাড়ির মরুহুম আজাদূর রহমান তালুকদারের বড় ছেলে। বর্নাঢ্য এ জীবনে তিনি ৪ ছেলে ও ৯ মেয়ে রেখে গিয়েছেন।
তার মৃত্যুতে গাবতলী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
তার নামাজে জানাজা আগামীকাল বাদ জুম্মা সোন্দাবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।