শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে একটি সদস্য পদ খালি হওয়ায় ওই সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) ওয়ার্ডটিতে উপ-নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে শিবগঞ্জ নির্বাচন অফিস।
শিবগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পিরব ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মেহেদী হাসান এর অকাল মৃত্যু জনিত কারণে ওই ইউনিয়নের সদস্য পদটি খালি হয়। পরে উপ-নির্বাচনের জন্য তফশিল ঘোষনা করে নির্বাচন অফিস। তফশিল ঘোষনার পর ৩ নং ওয়ার্ড হতে দু’জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য মনোনয়ন দাখিল করলে নির্বাচন অফিস কর্তৃক যাচাই বাছায়ের পর দু’জনেরই প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করে নির্বাচন অফিস।
উপজেলার পিরব ইউনিয়ন পরিষদের দু’জন প্রার্থীর একজন হচ্ছেন এলাকার ভ্যান চালক মোঃ নজরুল ইসলাম। এর আগে তিনি কখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করলেও বেশ আশাবাদি তিনি। প্রার্থী নজরুল ইসলাম ভ্যানগাড়ি প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। ভোট চেয়ে সকাল থেকে মধ্যরাত অবধি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
তিনি বলেন, এলাকায় আমার বেশ পরিচিতি আছে। ভোটাররা আমাকে ভ্যানগাড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ ব্যাপারে আমি আশাবাদি।
অপর প্রার্থী একজন নারী। তার নাম মোছাঃ লাকি বেগম। তিনি পেষায় একজন গৃহিনী। মহিলাটির আরো একটা পরিচয় হলো তিনি সাবেক ইউপি সদস্য মৃত মেহেদী হাসানের মা। সদস্য মেহেদী হাসান মারা যাওয়ার পর হতেই এলাকার ভোটাররা তার পরিবারের একজনকে সদস্য হিসাবে চাচ্ছিলেন। সেই কারণে তার মাকেই সদস্য হিসাবে দাড়িয়ে দিয়েছেন এলাকার ভোটাররা। লাকি বেগম ফুটবল মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। উল্লেখ্য তার ছেলে মৃত মেহেদীও ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে সদস্য পদে জয়লাভ করেছিলেন।
এ বিষয়ে লাকি বেগম বলেন, এলাকার ভোটারদের অনুরোধে আমি নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে আমার ছেলের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার চেষ্টা করবো। তিনি ভোটারদের সহযোগিতা কামনা করেছেন।
উপ-নির্বাচনকে কেন্দ্র করে এলাকার পাড়া মহল্লার চায়ের দোকন গুলো বেশ সরগম। আলোচনা একটায় কে হচ্ছেন ওই ওয়ার্ডের সদস্য। ভোটার ফিরোজ, হান্নান, আতাইর মানিকের মতো সকল ভোটার অপেক্ষা করছেন ভোট কেন্দ্রে গিয়ে ব্যালোটে সিল মারার জন্য।