ববিন রহমান: শনিবার (০৭ মে) বেলা ৪ টার সময় ডিবি বগুড়া’র একটি টিম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ এলাকায় মীর সীমান্ত-দিগন্ত ফিলিং ষ্টেশনের পশ্চিম উত্তর কর্নারে মোঃ জয়নাল আবেদীন এর মুদি দোকানের সামনের ফাঁকা জায়গা হইতে এক ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মিজানুর রহমান ওরফে হেমলেট(৬০)।
৬০ বছর বয়সী মেঃ মিজানুর রহমান ওরফে হেলমেট উপজেলার বানাইল এলাকার মৃত কাশেম এর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় পূর্বের ০৪টি মাদক মামলা হয়েছে।
পুলিশ আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।