1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বগুড়ায় ছুরিকাঘাতে আহত বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৪৭ Time View

বগুড়ার সংবাদদাতাঃ  বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়ে ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩)। রবিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি মারা যান।

জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক রনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ১৮ জুলাই সন্ধ্যার আগে তিনি সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে।

জানা গেছে, গত ১৮ জুলাই সন্ধ্যার আগে রনিকেে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির সামনেই রনিকে এলোপাথারী ছুরিকাঘাত করে আহত করে সন্ত্রাসীরা। এসময় রনির ভাগিনা রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত কর হয়। এরপর  তারা রক্তাক্ত অবস্থায় দুজনকেই মটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

রনির বড় বোন শারমিন আকতার রুমা জানান, গত রমজান মাসে তাদের বাড়িতে শহরের বাদুড়তলা থেকে ছেলের দুই বন্ধু বেড়াতে আসে। পাড়ায় আড্ডা দেয়া নিয়ে মালগ্রামের দুইজনের সাথে তাদের ঝগড়া হয়। এনিয়ে সমঝোতা বৈঠকও হয় এলাকায়। কিন্তু পুলিশের সোর্স সোবাহান তার মত করে বিচার করতে চায়। কিন্তু রনি সাড়া না দেয়ায় সোবাহান তার উপর ক্ষুদ্ধ হয়ে উঠে ১৮ জুলাই রনি ও তার ভাগিনাকে বাড়ি থেকে ডেকে বের করে উপুর্যপরী ছুরিকাঘাত করে। এঘটনায় রনির বড় বোন শারমিন আকতার রুমা পরদিন ১৯ জুলাই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত অবিলম্বে হত্যকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..