নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া জেলা টাইলস ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে প্রতিযোগিতা শেষে বেলা ১১ টায় আলতাফুন্নেছা খেলার মাঠে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা টাইলস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন বগুড়ার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, টাইলস ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ডাবলু, গাবতলী পৌর কাউন্সিলর হারুনুর রশিদ, যুবলীগ নেতা লিটন রহমান, সমিতির সহ সভাপতি ওয়াদুদ হামিদ সোহান, ফজলে রাব্বী, টাইলস কোম্পানির প্রতিনিধি নূর মোহাম্মদ পিটু, আওরঙ্গজেব বাদশা, রাইসুল ইসলাম রনি প্রমুখ। ২ টি ম্যাচে টাইলস কোম্পানির প্রতিনিধি ও মালিকবৃন্দ এবং টাইলস দোকানের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি বলেন, সুন্দর সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। খেলাধুলার মেধা ও মননের বিকাশ ঘটায়। তাই শরীর সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন।