রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ টিম ডিবি বগুড়া‘র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৭২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জেলা পুলিশ বগুড়া জানায়, বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব স্নিগ্ধ আক্তার পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ শরাফত ইসলাম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৭২০০(সাত হাজার দুইশত) পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি জানায়, বগুড়া ডিবির একটি টিম ইং আজ সোমবার দুপুর ১ টার সময়ে সাতমাথার পাশে হোটেল সপ্নপুরীর সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ মিনার রহমান (২৮), কে গ্রেফতার করে। (মিনার ফুলবাড়ি মধ্যপাড়ার অ্যাডভোকেট মেহবুবুর রহমান এর বাসার ভাড়াটিয়া)। মিনারের হেফাজতে থাকা ৭,০০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও ডিবি’র অপর একটি অভিযানে বগুড়া সদর থানাধীন ট্যাংরা বাজারে তাহের ষ্টোরের সামনে (আবু তাহের এর দোকান) বারোপুর টু নামুজাগামী পাকা রাস্তার পাশে হইতে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা-মৃত হারেজ আলী, সাং-আশোকোলা পূর্বপাড়া, থানা ও জেলা বগুড়াকে ২০০(দুইশত) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে বলে জানায় জেলা পুলিশ বগুড়া।