বগুড়া প্রতিনিধি: বন্যা ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নতুন পদ্ধতিতে সবজি চাষ করছেন বগুড়ার শাজাহানপুরের কৃষকরা। মাটিসহ সবজি গাছ তুলে পলিথিনে মুড়িয়ে ঝুলিয়ে রাখেন তারা। দু’বছর হলো ‘নতুন এই পদ্ধতি অবলম্বন করে ভালো ফল পেয়েছে। ধান উৎপাদনের পাশাপাশি বগুড়ায় ব্যাপক সবজি উৎপাদন হয়ে থাকে। প্রতি বছর বন্যা ও অতিবৃষ্টির কারণে অনেক জমির সবজি নষ্ট হয়ে যায়। এবারও আগাম শীতের সবজি চাষের যে ধুম পড়েছিলো তাতে ভাটা পড়ে কয়েক দফা ভারী বর্ষণ ও বন্যায়। সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়।
তবে নতুন পদ্ধতিতে চাষ করে জেলার শাজাহানপুরের কৃষকরা দিয়েছেন আশার খবর। নতুন এই পদ্ধতিতে মাটিসহ গাছ তুলে পলিথিনে মুড়িয়ে ছিকায় ঝুলিয়ে রাখা হয়। পানি সরে গেলে আবারও মাটিতে রোপন করা হয় গাছ। এতে একদিকে যেমন গাছ বেঁচে থাকে তেমনি আগাম ফলনও পাওয়া যায়। গত দু’বছর হলো এই পদ্ধতি অবলম্বন করে ভালো ফল পেয়েছেন কৃষকরা।
বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে সবজি বাঁচাতে এ পদ্ধতিতে চাষ করার পরামর্শ দেয়া হয় কৃষিবিভাগ থেকেও। এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই চাষ পদ্ধতি। টপ সিস্টেম হিসেবে পরিচিত এই পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে বন্যা প্রবণ অঞ্চলের সবজি চাষীরা লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারেন বলেও জানান এক কৃষি কর্মকর্তা।